সুরমা টাইমস রিপোর্টঃ দৈনিক সিলেটের ডাক এর ডেপুটি চিফ রিপোর্টার সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানবন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিকের সভাপতিত্বে ও সহ সম্পাদক সেলিম আউয়ালের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট রিপোর্টার্স ইউনিটির সভাপতি সালাম মশরুর, সিলেট জেলা বারের সভাপতি রুহুল আনাম মিন্টু, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবীর, প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দৈনিক সিলেট সংলাপের সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আবদুল মুহিত জাবেদ, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু, মুক্তিযোদ্ধা রফিকুল হক, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সিলেট ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি শেখ নাসির, এনটিভির ব্যুরো প্রধান মঈনুল ইসলাম বুলবুল, বাসস’র সিলেট প্রতিনিধি মকসুদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি মুশফিক আহমদ মুসিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ প্রমুখ।