বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : আরিফ

SREE KRISHNO JONMASTOMI Pic --17-08-2014সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের মানুষ ধর্মীয় ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। তিনি হিন্দু, মুসলিম সহ সকল সম্প্রদায় মিলে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে গতকাল রবিবার নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ-সম্মিলিত জন্মাষ্ঠমী উদযাপন পরিষদ সিলেট-এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। অনুষ্ঠানে সম্মিলিত জন্মাষ্ঠমী উদযাপন পরিষদ সিলেটের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নম: খোকন এর সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাস এর পরিচালনায় শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ ব্রজেন্দ্র কুমার দাস, সাবেক সম্পাদক হেমেন্দ্র কুমার সরকার। বাংলাদেশ কাশ্যপ কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি শান্তি কুমার নন্দী, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, বাংলাদেশ কাশ্যপ ছাত্র কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি সুবিনয় চন্দ্র মল্লিক ও সম্পাদক রবেন্দ্র বিশ্বাস রবেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রঙ্গলাল বিশ্বাস, ডা. এম সি বিশ্বাস, পুলিন সরকার, এড. পুলিন বিহারী বিশ্বাস, ক্ষিতীশ চন্দ্র সরকার, অধ্যাপিকা বিনা সরকার, অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, ইঞ্জি: নিহার রঞ্জন রায়, চন্দন বিশ্বাস, নিরেশ বিশ্বাস, হিরণ মোহন বিশ্বাস, ললিত মোহন বিশ্বাস, মধুসুদন নন্দী, এড. রঞ্জিত বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, ডা. বিমল সরকার, সুখময় বিশ্বাস যাদব, প্রাণেশ লাল বিশ্বাস, চরিত্রবান সমাজপতি, সত্যরঞ্জন সমাজপতি, রাখাল সরকার, মহিম বিশ্বাস, কাজল সরকার, নাদুরাম বিশ্বাস, ময়না সরকার, সুখেন্দ্র বিশ্বাস, বীরেন্দ্র বিশ্বাস, কৃষ্ণ চন্দ্র দাস, রঞ্জন বিশ্বাস, ডা. রিপন বিশ্বাস, অশোক বিশ্বাস, সুমিত সরকার, তপন কুমার দাস, নিলমনি বিশ্বাস, পলাশ বিশ্বাস, বিজিত বিশ্বাস, কবিতা সরকার, শিবানী রাণী দাস, জ্যেৎ¯œা রানী বিশ্বাস, প্রত্যাশা বিশ্বাস, কনক সুভন সরকার, সোহাস বিশ্বাস, জনি রায়, সুভাষ বিশ্বাস, শ্যামল ঢ্যালী, নিতাই বিশ্বাস, পিন্টু ভু’ষন দত্ত প্রমুখ।