হাজারীবাগ প্রিমিয়ার লীগ-৪ এর ফাইনাল খেলা সম্পন্ন

সুস্থ ও মননশীল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম
——– বদরুজ্জামান সেলিম

IMG_4700 copyসিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেছেন, সুস্থ ও মননশীল জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। আর খেলাধুলায় প্রতিযোগিতামুলক আয়োজন খেলোয়াড়দের মানোন্নায়নে ব্যাপক ভুমিকা রাখে। তিনি বলেন, ক্রিকেটে যারা জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন তাদের প্রায় সবাই এ ধরনের প্রতিযোগিতামুলক টুর্ণামেন্ট এর মাধ্যমে বেরিয়ে এসেছেন।
তিনি গতকাল শনিবার হাজারীবাগ প্রিমিয়ার লীগ-৪ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাজুল করিমের পরিচালনায় উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি ফজলু মিয়া ও ফারুক মিয়া, হাজারীবাগ উন্নয়ন কমিটির সদস্য স্বপন আহমদ, রুহেল আহমদ, মাসুদ আহমদ, শিপন আহমদ, আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল মুমিন, রাজিব আহমদ, সোহেল আহমদ, তপু আহমদ, সামির মিনহাজ, ইমরান আহমদ, জিয়াউর রহমান, রনি আহমদ, জুনেদ আহমদ, ফাহাদ আহমদ, জাকির আহমদ, রবেল আহমদ প্রমুখ।
খেলায় সেভেন টাইগার্স হাজারীবাগ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বেস্ট সেভেন প্লেয়ার্স হাজারীবাগ। ফাইনাল খেলায় আম্বায়াড়ের দায়িত্ব পালন করেন নুরুল ইসলাম ও আব্দুল জলিল জুয়েল।