তাজ উদ্দিনের উপর হামলাকারী ক্যাডার সনি-রনি ছাত্রদল থেকে বহিষ্কার
সুরমা টাইমস রিপোর্টঃ দৈনিক সিলেটের ডাকের ডেপুটি চিফ রিপোর্টার মুহাম্মদ তাজ উদ্দিনের ওপর হামলাকারী ক্যাডার রাইসুল ইসলাম সনি ও তার ভাই রনিকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে মীরবক্সটুলা এলাকায় ছাত্রদলের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
রবিবার রাতে জেলা ও মহানগর ছাত্রদলের জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়। মীরবক্সটুলায় মহানগর ছাত্রদলের সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুরের বাসভবনে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
সভায় বলা হয়, সাংবাদিক তাজ উদ্দিনের ওপর হামলার ঘটনায় সনি ও রনির সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়। সভায় আরো বলা হয়, এ ঘটনার সাথে ছাত্রদলের দায়িত্বশীল কেউ জড়িত নয়। সভায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মীরবক্সটুলায় ছাত্রদলের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। জেলা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।