সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে বিস্ফোরক মামলার আসামী ছাত্রদলের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম বদরুল আজাদ রানা (২২)। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামের কাসেম আলীর ছেলে। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। রানার বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহপরান থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, রানা গ্রেফতারি পরওয়ানাভূক্ত আসামী। তার বিরম্নদ্ধে নগরীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ তাকে কোর্টে চালান দেয়া হবে।