নায়িকা নিয়ে মেয়র আরিফের বর্ষবরণ : হেফাজতের হুমকিতে বৃদ্ধাঙ্গুলি

moushumi-arifসুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী চিত্র নায়িকা মৌসুমীকে নিয়ে সিলেটে বাংলা নববর্ষ বরণ করলেন । আরএফএল’র সৌজন্যে সিলেট নগরীতে আয়োজিত শোভাযাত্রায়ও নেতৃত্ব দেন আরিফ-মৌসুমী। এছাড়া শারদা হলের সামনে সিটি করপোরেশন আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানেও মেয়র আরিফের পাশে ছিলেন চিত্র নায়িকা মৌসুমি।
জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের এবারের নববর্ষের আয়জনে আরএফএল প্লাস্টিক লিমিটেড স্পন্সর করেছে। তাই স্পন্সর প্রতিষ্টানের হয়ে বর্ষবরণের অনুষ্ঠানে যোগদিতে সোমবার সকালে arif with moushumiহেলিকপ্টারযোগে সিলেট আসেন চিত্রনায়িকা মৌসুমী। সকাল সোয়া ১০টায় শারদা হলের সামনে সিটি করপোরেশন আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন, বক্তব্য রাখেন চিত্রনায়িকা মৌসুমি। সকাল সাড়ে ১০টায় শারদা হলের সামনে থেকে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বের হওয়া শোভাযাত্রায়ও সিটি মেয়র আরিফের সঙ্গে অংশ নেন চিত্র নায়িকা মৌসুমী।
অনুষ্ঠানে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, রাজিক মিয়া, arif moushumi ralyদিনার খান হাসু, তৌফিকুল হাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, নগরীর রাজপথে চিত্রনায়িকাকে নিয়ে শোভাযাত্রা করায় ক্ষেপেছেন হেফাজত নেতারা। তারা বলেছেন- নির্বাচনে আরিফ যে ওয়াদা করেছিলেন তা রক্ষা করেননি। গত শুক্রবার বাদ জুমআ নগরীর কোর্ট পয়েন্টে পহেলা বৈশাখে নাচ-গান, পান্তা ইলিশের ঐতিহ্য বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করে ‘ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদ’র ব্যানারে হেফাজত নেতারা। ওই সভায় হেফাজতের নেতারা বলেন- হেফাজতের সমর্থন ও ভোট নিয়ে আরিফুল হক চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন। তাই মেয়রের সহযোগিতায় পহেলা বৈশাখের নামে ‘নাচ-গান, ‘পান্তা-ইলিশ’, পুরুষ ও নারীদের যৌথভাবে শোভাযাত্রা ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না।
ওই সভায় হেফাজত নেতারা হুমকি দিয়ে মেয়র আরিফকে বলেন, যদি পহেলা বৈশাখে নগরীতে নারী-পুরুষের যৌথ পরিবেশনায় কোন ইসলাম বিরোধী কার্যকলাপ অনুষ্ঠিত হয় তা হলে এর পরিনাম হবে ভয়াবহ। কিন্তু হেফাজতের নেতাদের এমন হুমকি উপেক্ষ করে চিত্রনায়িকা মৌসুমিকে নিয়ে সোমবার মেয়র আরিফ শোভাযাত্রা করেছেন।
এ ব্যাপারে হেফাজত নেতা মাওলানা আছলাম রহমানীর সাথে যোগাযোগ তিনি বলেন, মেয়র আরিফ নায়িকা নিয়ে শোভাযাত্রা করবেন এমনটা আমরা আশা করিনি। আমরা এমন কর্মকান্ডের নিন্দা জানাই। আমার সব সময় ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন করি। মেয়র আরিফ আমাদের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি যদি এমন ইসলাম বিরোধী কাজ করেন তা হলে এই পাপের ভাগও আমাদের ঘাড়ে আসবে। তাই আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা এর জবাব দেব।