মৌলভীবাজারের এ,এস,পি আলমগীর হোসেনের উপর হাইকোর্টের রুল
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ ব্যবসায়ীকে নির্যাতন করার অভিযোগে মৌলভীবাজারের জনপ্রিয় এ,এস,পি আলমগীর হোসেনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মৌলভীবাজারের আলোচিত ফার্ণিচার ব্যবসায়ীর করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হুমায়ুন কবির, পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (সিকিউরিটি সেল), সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক, মৌলভীবাজারের পুলিশ সুপার ও কুলাউড়া সার্কেলের সহকারি পুলিশ সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আব্দুল হাই সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন ও স্বরুপ কান্তি দে।মৌলভীবাজারের ফার্নিচার ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম সজীব গত ২ এপ্রিল হাইকোর্টে এই রিট আবেদন করেন। আইনজীবী আব্দুল হাই সরকার (টুকু) সাংবাদিকদের বলেন, ফার্নিচার বিক্রি ও ঋণ বাবদ এএসপি আলমগীর ও তার বান্ধবী রাজিয়া সুলতানার নিকট সাইফুল ইসলাম ২৮ লাখ টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা চাওয়ায় এএসপি আলমগীর ব্যবসায়ী সাইফুলকে ঢাকা থেকে অপহরণ করে মৌলভীবাজার নিয়ে যান। সেখানে নিয়ে ৪৫ মিনিটের ব্যবধানে তিনটি মামলা করেন। যাতে তিনি ২ মাস ২০দিন কারাগারে ছিলেন।