দিরাই মাতিয়ে গেলেন যুক্তরাজ্যের শিক্ষক শিক্ষার্থীরা

জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধি: যুক্তরাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষক শিক্ষর্থী ৫ দিনের সফরে আসেন দিরাই পৌর শহরের সুজনগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র ফ্রি আবাসিক মহিলা শিক্ষা নিকেতন ‘বাংলাদেশ ফিমেইল একাডেমী’তে। ৫ দিন দিরাই অবস্থান করে তারা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িসহ ভাটি অঞ্চলের পাড়া গায়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। আলোচনা গান-বাজনায় মাতিয়ে রাখেন ৫টি দিন। এ ব্যাপারে ফিমেইল একাডেমীর প্রিন্সিপাল নাজমা বেগম বলেন, আমাদের একাডেমীর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর বিশেষ আমন্ত্রনে লন্ডনের কয়েকটি বিশ্ববিদ্যায়ের শিক্ষক মিষ্টার মিলিয়ন হাই লেমারিয়াম এর নেতৃত্বে ২১ সদস্যের শিক্ষক শিক্ষার্থী ৫ দিনের সফরে দিরাই আসেন। তারা ৫দিন ভাটি অঞ্চলের পাড়া গায়ে অবস্থিত উপজেলার তাড়ল ইউনিয়নের উজান ধল গ্রামে বাউল সম্রাট শাহ আব্দল করিমের সমাধিতে যান। এছাড়া চরনারচর ইউনিয়নের একটি মৎস্য খামার, একটি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। শনিবার বিকেলে ফিমেইল একাডেমী প্রাঙ্গনে আলোচনা সভা ও বাউল গানের আয়োজন করা হয়। একাডেমীর প্রতিষ্টাতা জামিল চৌধুরীরর সভাপতিত্বে ও অধ্যক্ষ নাজমা বেগমের পরিচালনায় আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য থেকে আগত নাটান্যাল্য়াসিজগেন, আয়শা রিড ব্রাউন, মিলিয়ন হাই লিমেরিয়াম, মুজিবুর রহমান, রিডিয়ান ইজিরিয়ন, হাফসা শেখ, জেনিপার তমাস, মনসুর আলী, ইলেন রাহিন, দিলু মিয়া, রুবেল আহমদ, সালমান নাহিদ অলি, জলিল আহমদ লিটন, আমিন আহমদ, মুজিবুর রহমান, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সাংবাদিক সামছুল ইসলাম সরদার, একাডেমীর শিক্ষক, বিষ্ণুপদ সরকার, ফাহিমা বেগম, জহুরা বেগম, শিল্পী বেগম প্রমূখ।
মিষ্টার মিলিয়ন হাই লেমারিয়াম বলেন, বাংলাদেশর প্রাকৃতিক দৃশ্য আমার কাছে অনেক ভালো লেগেছে। সময় পেলে আমি বার বার আসবো এই ২১ জনের মতো আরো অনেক শিক্ষক শিক্ষার্থীকে নিয়ে।