পরিবহণ শ্রমিক হত্যা, মারধর ও ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহবান

জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভায় বক্তারা

Photo-9.4.14সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভায় বক্তারা বলেছেন পরিবহণ শ্রমিককে হত্যা, মারধর ও হামলার ঘটনায় এখনো পুলিশ জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। একটি প্রভাবশালী মহল আসল ঘটনাটি ধামাচাপা দিতে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। চালিয়ে যাচ্ছে নানা অপপ্রচার। তাই জড়িত অপরাধীদের গ্রেফতার করতে তারা পুলিশ প্রশাসনের প্রতি জোরদাবী জানান। অন্যতায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন। গতকাল মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে অনুষ্টিত জরুরী সভায় বক্তারা এ কথা বলেন। জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্ত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন রফিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরি সভাপতি শ্রী আবু সরকার, সহ সভাপতি চেরাগ আলী, খলিল খান, সুন্দর আলী খান, আব্দুল গফুর, মতছির আলী, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, দিলু মিয়া, আব্দুস সালাম, আমির হোসেন, আনিছুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তেরা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, মুজিবুর রহমান, মনির উদ্দিন, প্রচার সম্পাদক আমির উদ্দিন, সহ প্রচার সম্পাদক আইয়ুবুর রহমান, আবুল কালাম, দপ্তর সম্পাদক সামছুল হক মানিক, কোষাধ্যক্ষ সাহাব উদ্দিন, সহ কোষাধ্যক্ষ আব্দুস সালাম, কার্যকরি সদস্য আব্দুল আজিজ, তাজ উদ্দিন, রমিজ আলী, ইকবাল হোসেন, শাহজাহান, কামাল আহমদ প্রমূখ। সভায় সভাপিতর বক্তব্যে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক বলেন পরিবহণ নেতা-শ্রমিকরা সব সময় দল ও মতের উর্ধ্বে উঠে কাজ করে থাকেন। সেখানে দলীয় কোন পরিচয় নেই। শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। আর এর প্রতিবাদ করলেই একটি মহল আন্দোলন থেকে ফায়দা হাসিলের চেষ্টায় নানা ষড়যন্ত্র আর চক্রান্তে মেতে উঠে। শ্রমিকরা কারো হুংকার আর গর্জনকে ভয় করেনা। কারণ শ্রমিকরা একাতার। অতীতেও যারা শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ছিলেন তাদের পরিনতি থেকে শিক্ষা নেওয়া উচিত। তিনি বলেন শ্রমিকরা জনগণকে সেবা দিয়ে থাকেন। এই জন্য তাদেরকে অসহায় মনে করে অন্যায় ভাবে জুলুম-নির্যাতন করে গুলা পানিতে মাছ শিকার করার সুযোগ কাউকে দেওয়া হবেনা। শ্রমিক নেতাদেরকে যারা জামায়াতপন্থী বলে যারা অপপ্রচার চালাচ্ছেন তারাই নিজেদের ধ্বংস ডেকে আনছেন। সভায় বক্তারা লালাবাজারে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু জাহিদের উপস্থিতি শ্রমিকদের উপর গুলি ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তারা বলেন একজন জনপ্রতিনিধির সামনে এ রকম ঘটনা কখনো কাম্য নয়। আর কেউ তা আশাও করতে পারেনা। তাই এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবু জাহিদকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্যে শ্রমিক নেতারা আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি