ছাতকে ৮ডাকাত দু’দিনের রিমান্ডে

Chhatak Photoছাতক প্রতিনিধিঃ ছাতকে বিভিন্ন ডাকাতি মামলায় গ্রেফতারকৃত ৮ডাকাতকে রিমান্ডে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে ছাতক থানার ওসি শাহজালাল মুন্সির আবেদনের প্রেক্ষিতে আদালত এসব ডাকাতদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে আনা ডাকাতরা হলো, পৌর শহরের বাশখালা গ্রামের আকবর আলীর পুত্র পারভেজ মিয়া (২২), আবুল কাশেম (২৪), আরব আলীর পুত্র আব্দুস ছালাম (৩৫), আরশ আলীর পুত্র নুর হোসেন (২৬), কালারুকা ইউনিয়নের হাসনাবাদ-খাইরগাঁও গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র শাহিন আহমদ (২৫), চরমহল্লা ইউনিয়নের আসাকাচর গ্রামের চমক আলীর পুত্র ফারুক মিয়া (১৮), গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ভেরাজপুর গ্রামের চান মিয়ার পুত্র আজির উদ্দিন-১ (২৭), দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের আরশ আলীর পুত্র আজির উদ্দিন-২ (৩০)। -তাদের বিরুদ্ধে ছাতকসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া সিলেট পাল্প এন্ড পেপার মিলস সড়ক, গোবিন্দগঞ্জ, বেরাজপুর, গড়গাঁও এলাকায় মঞ্জিল গ্র“পের গাড়ী, মাধবপুরসহ বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় তাদের রিমান্ডে আনা হয়। ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, তাদের সহযোগী আরো বেশ কয়েকজন ডাকাত আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে আবারো ডাকাতি কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এরা ছাতক, দোয়ারা, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, জগন্নাথপুরসহ আশপাশ এলাকায় ডাকাতি সংঘটিত করছে। ডাকাত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।