প্রবাসীদের রেমিটেন্সে দেশের উন্নয়ন বেগবান হচ্ছে : মিসবাহ সিরাজ

Misbah Siraj 12-05-2014সুরমা টাইমস রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন- একাত্তরে প্রবাসী সরকারকে যুক্তরাজ্যে বসবাসকারী বাঙালীরা সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। বর্তমানে শেখ হাসিনার সরকার ভিশন-২০২১ বাস্তবায়নে প্রবাসীরা সহযোগিতা করছেন। তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নকে আরো বেগবান করেছে।
সোমবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যের নর্দাম্পটন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনকে দেয়া এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মিসবাহ উদ্দিন সিরাজ আরো বলেন- দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে একটি মহল দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে প্রবাসীদেরও সর্তক থাকতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএ হান্নান প্রমুখ।