বন্দরবাজারে ট্রাফিক পুলিশের আঘাতে চালক আহত, সড়ক অবরোধ

policeসুরমা টাইমস রিপোর্টঃ ট্রাফিক পুলিশের সিগনাল লাইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক কাভার্ড ভ্যান চালক। আহত হারুন দক্ষিণ সুরমা সিলাম টিলাপাড়া এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা সড়ক অবরোধ করলে পরে উর্ধ্বতন পুলিশের আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। সোমবার রাত সাড়ে ১০টায় নগরীর বন্দরবার পয়েন্টে করিমউল্ল্যাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, হারুন সোমবার রাত সাড়ে ১০ টায় স্বপন ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-১৯৫৪) নিয়ে নগরীতে প্রবেশ করছিলেন। তিনি বন্দরবাজার পয়েন্টে করিমউল্লাহ মার্কেটের সামনে আসার সাথে সাথে দ্বায়িত্বরত ট্রাফিক পুলিশ জামাল ও শহিদুল কাভার্ড ভ্যানটি থামানোর জন্য সিগনাল দেন। পরে হারুন কাভার্ড ভ্যানটি থামালে ট্রাফিক পুলিশ চাঁদা দাবি করেন। তখন পুলিশকে টাকা না দিতে অপারগতা জানালে ট্রাফিক জামালের হাতে থাকা সিগনাল লাইট দিয়ে হারুনের মাথার আঘাত করেন। পরে হারুন অজ্ঞান হয়ে যান।
ঘটনাটি জনসমূখে ঘটায় প্রত্যক্ষদর্শী ও আশপাশের ব্যবসায়ীরা ঘটাস্থলে ছুটে আসেন। পরে পৌনে এক ঘন্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় ব্যবসায়ী ও পফচারীরা। ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানসহ উর্ধ্বতন পুলিশ কর্তকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের আশ্বাসে অবরোধকারীরা তা প্রত্যাহার করেন। আহত হারুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোতোয়ালী মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।