বিউটিশিয়ান সুমীর উপর এসিড নিক্ষেপের ঘটনায় দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

fahad ahmed
ছবিঃ ফাহাদ আহমেদ

সুরমা টাইমস ডেস্কঃ উপশহরে বিউটি পার্লারকর্মী অ্যাসিডদগ্ধের ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল শনিবার আদালতে তাদের ১৬৪ ধারা জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই সুদিপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত অলিউর বিশ্বনাথ উপজেলার মদরিছ আলীর ছেলে। সে অ্যাসিড নিক্ষেপকারী। আর তার সাথের পরিকল্পনাকারী একই এলাকার দুলু মিয়া।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮ টায় নগরীর শাহজালাল উপশহরে সুমি আক্তার রিয়া নামের এক পার্লারকর্মীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। অ্যাসিডে ওই পার্লারকর্মীর মুখ ও ডান হাত ঝলসে যায়। আহত সুমি বেগম (২০) ছাতক উপজেলার আলমনগর গ্রামের আমির আলীর মেয়ে। সে শাহজালাল উপশহরের এ ব্লকের ৪ নম্বর রোডের ১৫ নম্বর বাসার বাসিন্দা। উপশহর দুলহান বিউটি পার্লারে কমর্রত ছিলেন সুমি।

‘কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে’