দেশের সকল কোর্টই এখন মুজিব কোটে বন্দী
‘মুজিব কোর্টের পকেট ছিঁড়তে পারলে বিচারকদের চেতনা জাগ্রত হবে’
সুরমা টাইমস রিপোর্টঃ জজকোর্ট, হাইকোর্ট ও সুপ্রিমকোর্টসহ দেশের সকল কোর্টই এখন মুজিব কোর্টে পরিণত হয়েছে – এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মুজিব কোর্টের পকেট ছিঁড়তে না পারলে বিচারকদের চেতনা জাগ্রত হবে না। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই পকেট ছিড়তে না পারলে কেউ ন্যায় বিচার পাবে না। বিচারকদের বিবেকও জাগ্রত হবে না। কারণ তারা একটি নির্দিষ্ট জায়গার ইশারায় রায় লিখেন। এ সময় তিনি ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের আগ পর্যন্ত দেশে কার নেতৃত্বে যুদ্ধ হয়েছে এমন প্রশ্ন ছুঁড়ে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়া আন্দোলন করতে পারুক, আর না পারুক; বিএনপি আন্দোলন করতে পারুক আর না পারুক; খুব তাড়াতাড়ি আপনার পতন নিশ্চিত।’
মত প্রকাশের স্বাধীনতা, বন্ধ মিডিয়া খুলে দেওয়া এবং পেশাজীবী ও জাতীয় নেতাদের মুক্তির দাবিতে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ কর্মসূচির আয়োজন করে।