ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিঠুর বাড়িতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার রাতে দোগাছি ইউনিয়নের কলামনখালি মধুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মিঠু জানান, রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির গেটে পৌঁছালে একদল সন্ত্রাসী দুইটি মোটরসাইকেলযোগে এসে তাকে লক্ষ্য করে একটি বোমা ছুঁড়ে মারে। বোমাটি দেয়ালে লেগে বিকটশন্দে বিস্ফোরিত হয়। এতে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের আমিরুল ইসলাম, আব্দুল মজিদ ও বাদশা মিয়ার সাথে তার বিরোধ চলে আসছে সিরাজুল ইসলাম মিঠু জানান। এ ঘটনায় তিনি বাদী হয়ে ঝিনাইদহ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমার আলামত উদ্ধার করেছে। ঝিনাইদহের নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।