হরিণাকুণ্ডুতে বিনা মূল্যের সার-বীজ কালোবাজারে বিক্রির সময় জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিনামূল্যে বিতরণের ইউরিয়া সার ও বীজ কালোবাজারে বিক্রির সময় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় প্রান্তিক চাষিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন মিয়া জোড়াদাহ বাজারে বৃহস্পতিবার দুপুরে এ সার-বীজ বিক্রি করতে যায়।
স্থানীয়রা জানান, বিসিআইসি ডিলার ও কৃষি অফিসের মাধ্যমে প্রান্তিক চাষিদের ১০ কেজি করে সার-বীজ বিনামূল্যে দেবার জন্য হরিণাকুণ্ডুুতে ইউরিয়া সার ও বীজ আসে। এ সার জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা করে দেয়ার কথা। কিন্তু জোড়াদাহ ইউনিয়নের ইউপি সদস্য হারুন মিয়া হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ তোয়াজ সহ কৃষি অফিসের যোগসাজসে সার-বীজ কালোবাজারে বিক্রি করে দেয়। এ খবর কৃষকরা জানতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ তা জব্দ করে।
হরিণাকুণ্ডু থানার এসআই ফারুক জানান, ১৬ বস্তা সার ও বীজ উদ্ধার করা হয়েছে তবে মেম্বর পলাতক রয়েছে। এদিকে হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ তোয়াজ জানিয়েছেন, বিষয়টি তাদের জানা নেই, তবে খোঁজ-খবর নেবেন।