সুনামগঞ্জের এক ডাক্তারের ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু

Doctorsফকির মোঃ হাসান: সুনামগঞ্জের ছাতক পৌরশহরের জাবা মেডিকেল সেন্টারে এক ডাক্তারের ভূল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোপ্ত এলাকাবাসী বৃহ¯পতিবার বেলা ১২টায় জাবা মেডিকেল সেন্টারে ভাংচুর চালায়। স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের জামুরা গ্রামের মতিন্দ্র দাসের ছেলে ও জামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছ্ত্রা মনজিত দাস (১২) পেটের ব্যথা নিয়ে সকালে জাবা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। রাত ৮টায় তার অপারেশন করা হয়। পরে রোগীর অবস্থার অবনতি হলে রাত ১টায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। মনজিত এর মৃত্যুর খবর শুনে বিক্ষোপ্ত এলাকাবাসী আজ জাবা মেডিকেল সেন্টারে ভাংচুর করে । খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনারস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবারের দাবি। ছাতক থানা ওসি শাহজালাল মুন্সি জানান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বরেও জানান তিনি।