সড়ক দুর্ঘনারোধকল্পে বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থি সমাবেশ

আইনের সদব্যবহার ও জনসচেতনতাই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার প্রধান উপায়

জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষ্যে কর্মশালায় বক্তব্য রাখছেন ‘নিরাপদ সড়ক চাই’ কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য আলমগীর নূর।
জাতিসংঘ ঘোষিত নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষ্যে কর্মশালায় বক্তব্য রাখছেন ‘নিরাপদ সড়ক চাই’ কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সদস্য আলমগীর নূর।

জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘনা রোধকল্পে ‘নিরাপদ সড়ক দিবস’ পালন উপলক্ষে এক কর্মশালা ও জন সচেতনতা মূলক অনুষ্ঠান ‘নিরাপদ সড়ক চাই’ বাকলিয়া থানা শাখার উদ্যোগে অদ্য ১৪ মে চট্টগ্রাম নগরীর বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়। সংগঠনের কেন্দ্রীয় সদস্য এবং বাকলিয়া থানা শাখার সভাপতি আলমগীর নূর-এর সভাপতিত্তে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদিন। সংগঠনের বাকলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক এম. ওসমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বাকলিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি লায়ন মোহাম্মদ এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সৈয়দ মোহাম্মদ আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আজগর, সদস্য মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ সাদেক, প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ, জনগনকে যান চলাচলে নিয়ম ও আইন মানার সংস্কৃতিতে অভ্যস্থ হওয়া সর্বোপরি চালক, যাত্রী সমাজ তথা জনসচেতনতাই পারে সড়ক দুর্ঘনা রোধ করতে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থি, শিক্ষক ও অভিবাবকগণের পথ চলাচলে সচেতনতার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন কর্মশালায় বক্তারা। বিজ্ঞপ্তি