দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক

দিরাই প্রতিনিধি: দিরাইয়ে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় ৬০ ব্যাক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৮ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা একই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল বুধবার উপজেলার চরনারচর ইউনিয়নের মানিকদা গ্রামে গরমতলা হাওরে জমির সীমানা নির্ধারণ নিয়ে লীলফর মিয়া ও আমির আলীর মধ্যে এবং সরমঙ্গল ইউনিয়নের নাচনী চন্ডিপুর গ্রামে বিদ্যুৎ বিলের টাকা নিয়ে একই পরিবারের মতিলাল রবি দাস ও কাঞ্চন রবি দাসের মধ্যে এ দুটি সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত মুস্তাকিম আলী(২৫), জুলেখা বেগম (৫০), তাজমহল বিবি(৩০), মহরানী(২২), মাইনুদ্দিন (৩০) ও মোয়াজ্জিন হোসেন (২৭)কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে এবং রঞ্জিত রবি দাস (২০), কাঞ্চন রবিদাস (৫০), কুলসুম রবিদাস (১৮), মতিলাল রবি দাস (৫০), ময়না মতি রবি দাস (৪০), নিয়তি রবি দাস (৪৫), আবদুল গনি (৩২), ইদ্রিস আলি (৬০), আল আমিন (৩০), ছিদ্দিক আলী (৫৪), সিরাজ মিয়া (৩৭), আমির আলী (৬৫), অজিদ মিয়া (৩০), জাফরান আলি (৩৫), সামছু মিয়া (৩৩), মোছাব্বির (২২), অজিত মিয়া (২৭) ও আলী হোসেন (১২)কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মানিকদার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও নাচনী চন্ডিপুওে সংঘর্ষের ঘটনা অবহিত নয় বলে থানার ওসি তদন্ত জানিয়েছেন।