খেলাধূলায় শারীরিক-মানসিক বিকাশ ঘটাতে সহায়তা করে : দিরাইয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও

Jsd deraipic 03-04-14দিরাই প্রতিনিধি: দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, খেলাধুলা শুধু শিশুদের শারীরিক নয় মানসিক বিকাশেও সহায়তা করে। দেহ-মন সুস্থ রাখতে খেলাধূলার বিকল্প নেই, এজন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে শিক্ষা পরিপূর্ণ হয়ে উঠে। গতকাল বৃহস্পতিবার পৌর সদরের রাবেয়া মেমোরিয়াল একাডেমি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আসাদ উল্লাহর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল সামছুল ইসলাম সরদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ইন্সট্রাক্টর আবু ইউসুফ মোহাম্মদ সারোয়ার হোসেন, সহকারি শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রিন্সিপাল সনঞ্জয় কুমার দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইউএনও আলতাফ হোসেন, সুস্মিতা রায়, তৌলিকা রায়, প্রিয়াংকা রায় ও রৌশন আরা প্রমুখ।