গুণীজনদের উপযুক্ত সম্মাননা প্রদান করা সকলের নৈতিক দায়িত্ব: মিছবাহ সিরাজ

Misbah uddin Sirajছাতক থেকে ফকির হাসানঃ আ.লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সমাজ ও সমাজের মানুষের কল্যাণে যারা কাজ করে গেছেন তারাই এদেশের গুণীজন। গুণীজনদের উপযুক্ত সম্মাননা প্রদান করা সকলের নৈতিক দায়িত্ব। যুগে-যুগে এসব গুণীজনরা নিজের দায়বদ্ধতা মনে করে সমাজের উন্নয়ন করে গেছেন। বৃহত্তর ছাতকে বহুগুণীজন জন্মগ্রহন করেছেন। এর মধ্যে মরহুম হাজী নুরুল্লা তালুকদার অন্যতম। সোমবার চেচান বাজার আরব-তারা শান্তি নিলয় এতিমখানায় মরহুম হাজী নুরুল্লা তালুকদার স্মরনে এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীরমুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা সাবেক ছাত্রলীগ নেতা এটিএম কয়েছের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আ.লীগ জাতীয় পরিষদ সদস্য আ.ন.ম শফিকুল হক, সিলেট জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, দোয়ারা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ূব বখত জগলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য আ.লীগের সহ-সভাপতি হরমুজ আলী, লন্ডন মহানগর আ.লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, সিলেট মহানগর আ.লীগের সহ-সভাপতি এড. রাজ উদ্দিন, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান, উপজেলা বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী, যুবলীগ সাইফুর রহমান চৌধুরী খোকন, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি প্রমূখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য আ.লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এসএম সুজন। আরব-তারা শান্তি নিলয় এতিমখানা ও তালুকদার ওয়েলফেয়ার ট্্রাষ্ট, দোয়ারার প্রতাপপুর হাজী নুরুল্লা তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পরশপুর নিবাসী বিশিষ্ট সমাজসেবী মরহুম হাজী নুরুল্লা তালুকদারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শিরনী বিতরন করা হয়।