ছাতকে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : ২০লক্ষাধিক টাকার মালামাল লুট

dakati_pic-3ছাতক প্রতিনিধিঃ ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ২০লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। গত সোমবার গভীর রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরচৌরাই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের বাড়ীতে। ডাকাতদের প্রহারে প্রবাসীর ভাই জহিরুল ইসলাম (৪০) গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ২০-২৫জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল বসতঘরের কলাপসিবল গেট ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে লুটতরাজ চালায়। ডাকাতরা পরিবারের লোকজনদের অস্ত্রের মূখে জিম্মি করে ষ্টিল আলমিরা ভেঙ্গে নগদ সাড়ে ৩লক্ষ টাকা, ২হাজার ইউরো পাউন্ড (৩লক্ষ টাকা), ২০ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল সেটসহ ২০লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের প্রহারে গুরুতর আহত জহিরুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই জাউয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার সকালে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল সেট উদ্ধার করে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়। এদিকে ডাকাত গ্রেফতারের দাবীতে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়াবাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে প্রায় দু’ঘন্টা চরমহল্লাবাসী সড়ক অবরোধ করে। পরে ওসি শাহজালাল মুন্সি ডাকাত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।