নিউইয়র্ক সিটি হলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কমিউনিটির চার নেতা
বাপসনিঊজ:গত ২৭ মার্চ ২০১৪ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান Mr. Costa Constantinides, Mr. Daniel Dromn, Rory Lancman, Brad Lander, Ms, Annabel Palma, Nimmy Van Bramber & Mark Weprin কর্তৃক বাংলাদেশের ৪৩ তম স¦াধীনতা দিবস উদযাপন করা হয় নিউইয়র্ক সিটি কাউন্সিল চে¤¦ারে। ছবিতে বাঁ থেকে বিএসিসি প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড কাউন্সিলের প্রধান সমন¦য়কারী আব্দুল মুকিত চৌধুরী, সমন¦য়কারী আলাউদ্দিন সর্দার ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন এর সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনকে দেখা যাচ্ছে। ছবি ঃ বাপস্নিউজ।