মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

milan iftarনাজমুল হোসেন,মিলান ইতালি থেকেঃ মিলানে বৃহত্তর ইউনাইটেড সিলেট স্যোশাল এন্ড কালচারাল এসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় মিলান কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিলে কোরআন-হাদিসের আলোকে রমজান শীর্ষক বিশেষ বয়ান করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা জুনায়েদ সুবহান।তিনি বলেন রোজার অর্থ হচ্ছে আল্লাহ্ পাকের নির্দেশ পালনে উদ্দেশে খাঁটি নিয়তে পানাহার ও সহবাস হতে বিরত থাকা। এর উপকারিতা এই হলো, এর মাধ্যমে পাপ ও কালিমা থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার ও পবিত্র হয়ে যায়। রোজার দ্বারা শরীরের পবিত্রতা লাভ হয় ও শয়তানের পথে বাধার সৃষ্টি হয়। রোজাদারের প্রতি সন্তুষ্টি প্রকাশ ও তার প্রশংসা স্বরূপ আল্লাহ্ তায়ালা বলে থাকেন, যে আমার আদেশ পালনের স্বার্থে ও আমার সন্তুষ্টি লাভের আশায় স্বীয় খাদ্য,পানীয় ও কাম-স্পৃহা পরিত্যাগ করেছে। রোজা খাস আমার জন্য, আমার উদ্দেশে রাখবে আমিই থাকে এর জন্য আমার মনমতো যথপোযুক্ত প্রতিদান দেব। আল্লাহ চাইলে নেক আমলের প্রতিদান ১০ থেকে ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন।

ইফতার মাহফিলে সিলেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সকল কে এসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি তারা মিয়া,বিএনপির সভাপতি খান এমদাদ হোসেন,আওয়ামীলীগের প্রবীন নেতা আকরাম হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনির,আওয়ামীলীগের সহ সভাপতি আবুল হাশেম,বৃহত্তর ঢাকা সমিতির সভাপতিশাফায়েত হোসেন শাহীন,সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন সাগর,বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন,নজরুল ইসলাম জুয়েল,চঞ্চল রহমান,হুমায়ুন কবির,মোহাম্মদ আব্দুল্লাহ,সিলেট সমিতির যুগ্ম সম্পাদক রয়েল তালুকদার,ব্যবসায় আব্দুল খালেক রিন্টু,আশরাফ আলম,জামিল আহমেদ,নোয়াখালী সমিতির সভাপতি হারুন উর রশিদ,হাজী শাহ আলম,নাজমুল কবির জামান,আনওয়ার হোসেন,,সিলেট সমিতির সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা জুনায়েদ সুবহান।