ছাতকে অগ্নিকান্ডে বসতঘর ভষ্মিভূত : ৪০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মিজানুর রহমান ফজলু, ছাতক প্রতিনিধিঃ ছাতকের পল্লীতে অগ্নিকান্ডে একটি বসতঘর ভষ্মিভূত হয়ে নগদ টাকাসহ প্রায় ৪০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বাড়ির অন্যান্য বসতঘরগুলো রক্ষা করতে পাশের একটি ঘর ভেঙ্গে ফেলা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বাদে মর্যাদ প্রকাশিত পালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। জানাযায়, গ্রামের মৃত শরীয়ত উল্লার পুত্র জাহির আলী ও আব্দুল আলীর সেমিপাকা বসত ঘরে ঘটনার রাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে ঘরের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাত দেড়টায় উপজেলা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অন্যান্য ঘরগুলো ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা করতে পাশের মনছুর আলীর একটি টিন শেডের ঘর ভেঙ্গে ফেলা হয়। এতে প্রায় সাড়ে ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ১৯৬৮সালে হাজি ইয়াকুব আলী তৈরী করা এ ঘরটি তার উত্তরাধিকার না থাকায় ভাগনা জাহির আলী ও আব্দুল আলীকে ভিটে-বাড়ি ও যাবতীয় কৃষি জমি দান করে দেন। সেমিপাকা বশিষ্ঠি ৫টি রুমও একটি টিনসেড ঘর ছিল। অগ্নিকান্ডে ৫ম শ্রেণী ছাত্র মুহিবুর রহমান ও ২য় শ্রেণীর ছাত্রী হানিফা বেগমের পাঠ্যবই পুড়ে গেছে। রোববার আব্দুল আলীকে মারধোর করে মাথায় গুরুতর জখম করে তাদের প্রতিবেশী মনছুর আলীর পুত্র কয়েছ মিয়া। সে তাদের উত্তরের ঘরের বাসিন্দা লন্ডন প্রবাসী লিয়াকত আলীর বাড়ির কেয়ারটেকার। এখানে উচ্চস্বরে গান বাজানোতে বাঁধা দেয়ায় সে আব্দুল আলীকে মারধোর করে। এর জের ধরেই কয়েছ মিয়া পেট্রোল ঢেলে ঘরটি আগুনে পুড়িয়েছে বলে আব্দুল আলী ও জাহির আলী স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। স্থানীয় একটি সূত্রে জানায়, গ্রামে যুক্তরাজ্য প্রবাসী লিয়াকত আলী ও নুর মিয়ার মধ্যে মামলা মোকদ্দমা চলে আসছে। আর এ মামলার অন্যতম স্বাক্ষি আব্দুল আলী। ঘর পোড়ানোর সাথে এর যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এব্যাপারে আব্দুল আলী থানায় লিখিত অভিযোগ দেয়ায় মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে কয়েছ মিয়া জানান, আব্দুল আলীর সাথে সংঘটিত মারামারির ঘটনা আপোষে নিষ্পত্তি হয়েছে। এরপরও একটি মহলের প্ররোচনায় ঘর পোড়ানোর ঘটনায় তাকে দায়ী করা হচ্ছে এবং সে কোনোভাবেই জড়িত নয় বলে দাবী করে। পরে গ্রামবাসী আগুনে ক্ষতিগ্রস্থ ঘর দু’টি মেরামতের জন্যে যাবতীয় টিন-বাঁেশর ব্যবস্থা করে দিয়েছেন বলে গ্রামের মুরব্বি নুর মিয়া জানিয়েছেন।