ছাতকে দুর্ধর্ষ ডাকাতি : সাড়ে ৩লক্ষাধিক টাকার মালামাল লুট

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সাড়ে ৩লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। এ সময় ডাকাতের হামলায় মহিলাসহ ২ব্যক্তি আহত হয়েছে। পালিয়ে যাবার সময় জনতার হাতে আটক এক ডাকাতকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের উদয়পুর গ্রামে। জানাযায়, উদয়পুর গ্রামের হারিছ আলীর বাড়িতে গভীর রাতে ১০-১৫জনের মুখোশধারী ডাকাত দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আড়াই ভরি স্বর্ণালংকার, ৩০টি শাড়ী, নগদ ৫০হাজার টাকাসহ সাড়ে ৩লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা হারিছ আলীর স্ত্রী ইন্দ্র মালা (৫৫) ও পুত্র কুদরত আলী (১৮)কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাবার সময় জনতা হাতে আটক ডাকাত সিলেটের জালালাবাদ ইউনিয়নের এংলাকান্দি-নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র ফয়জুল আমীনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সিলেটও ছাতকসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।