আলিমুদ্দীন-এর ফলাফল নিয়ে দলবাজী করলে আলেমসামাজ তার দাঁতভাঙ্গা জবাব দেবে -শাহীনূর পাশা চৌধুরী

Kanaighatজমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক এম.পি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী বলেছেন, বাংলার সিংহপুরুষ আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ’র জন্মভূমী, কানাইঘাটবাসী ২৩ মার্চের উপজেলা নির্বাচনে জমিয়ত মনোনিত উলামা মাশাখের প্রতিনিধি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবী মাওলানা আলিমুদ্দীনকে চশমা মার্কায় বিপুল ভোট প্রদান করে তাঁদের নৈতিক দায়িত্ব পালন করেছেন। 

জনাব পাশা বলেন, আমরা ইতিমধ্যে স্থানিয় গণরায়কে ছিনতাই করার সরকারী দলের ষড়যন্ত্র প্রত্যক্ষ করছি। তিনি সরকারকে ভয়াবহ পরিণতি ডেকে না আনার আহ্বান জানিয়ে বলেন, কানাইঘাটে ভাইস চেয়ারম্যান প্রার্থী জমিয়ত নেতা মাওলানা আলিমুদ্দীনের ফলাফল নিয়ে দলবাজী করলে আলেমসমাজ ও স্থানিয় জনগণ তার দাঁতভাঙ্গা জবাব দেবে।
গতকাল সোমবার সিলেট শহরস্থ জমিয়ত কার্যালয়ে “কানাইঘাট উপজেলা নির্বাচন এবং সরকার দলের আচরণ পর্যালোচনা” শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, জমিয়ত মনোনিত বিজয়ের পথে অগ্রসরমান চশমা মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আলিমুদ্দীন, সিলেট মহানগর জমিয়তের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবদুল মালিক চৌধুরী, মহানগর জমিয়ত নেতা মাওলানা আলী নূর, কানাইঘাট উপজেলা জমিয়তের সেক্রেটারী মাওলানা এবাদুর রাহমান, জয়েন্ট সেক্রেটারী মুফতি এহসানুল্লাহ, মহানগর ছাত্র জমিয়ত সেক্রেটারী এম.বিলাল আহমদ চৌধুরী, জেলা ছাত্র জমিয়ত নেতা হাফিয মকসুদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি