কানাইঘাটে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙ্গচুর

BenQ Corporationকানাইঘাট প্রতিনিধিঃ দলীয় আধিপত্য বিস্তার নিয়ে কানাইঘাটে ছাত্রদলের অভ্যন্তরীন কোন্দল ফের মাথা চাড়া দিয়ে উঠেছে। অভ্যন্তরীন কোন্দলের জের ধরে গতকাল মঙ্গলবার জেলা ছাত্রদল নেতা আবুল বাশার এবং কানাইঘাট পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, ছাত্রদল নেতা কবির আহমদ সমর্থিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দুই ছাত্রদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙ্গচুর করা হয়েছে। জানা যায় ছাত্রদলের অভ্যন্তরীন বিরোধের জের ধরে গত সোমবার মমতাগঞ্জ বাজারে আবুল বাশার সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীদের সাথে রুহুল আমিন সমর্থিত ছাত্রদল নেতা ওলিউর রহমান ও মাসুম আহমদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বিকেল ৩টার সময় কানাইঘাট বাজারে ওলিউর রহমান ও মাছুম আহমদকে পেয়ে বাশার সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দেয়। এ নিয়ে উভয় গ্র“প সমর্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে এক গ্র“প আরেক গ্র“পের মোকাবেলা করার জন্য দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে কানাইঘাট বাজারে মহড়া দেয়। এক পর্যায়ে রুহুল আমিন সমর্থিত ছাত্রদল নেতাকর্মীরা কানাইঘাট বাজারের নোয়াম সেন্টারে অবস্থিত ছাত্রদল নেতা পাথর ব্যবসায়ী আমিনুল ইসলামের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সিটি পয়েন্টে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্গচুর করে। আমিনুল ইসলাম জানিয়েছেন অতর্কিত হামলা চালিয়ে প্রতিপক্ষরা তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর, লুটপাট, নগদ ৪ লক্ষ টাকা, বিকাশ এজেন্টের মোবাইল সেটসহ প্রায় ৬/৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। অপর দিকে বাশার সমর্থিত ছাত্রদল নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত কবির আহমদ সমর্থিত ছাত্রদল নেতা বদরুল আলমের শাহজালাল ফার্মেসীতে হামলা চালিয়ে পাল্টা ভাঙ্গচুর করে। খবর পেয়ে কানাইঘাট থানার বিপুল সংখ্যক পুলিশ বাজারে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভাঙ্গচুরের সাথে জড়িত ছাত্রদলের নেতাকর্মীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযানও চালায় পুলিশ। এদিকে সন্ধ্যা ৭টার সময় আবুল বাশার সমর্থিত ছাত্রদলের নেতাকর্মীরা কানাইঘাট বাজারে মিছিল করে প্রতিপক্ষ গ্র“পের নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দেয়। এ নিয়ে দু’গ্র“পের নেতাকর্মীদের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়লে পুনরায় বিপুল সংখ্যক পুলিশ বাজারে মোতায়েন করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।