কানাইঘাট ডিগ্রি কলেজ গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
কানাইঘাট প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার কানাইঘাট ডিগ্রি কলেজ অধ্যক্ষের কার্যালয়ে নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি সেলিম উদ্দিন ডিগ্রি কলেজের উন্নয়নে তার ব্যক্তিগত তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করায় কলেজ গভর্নিং বডির পক্ষ থেকে তাঁকে কলেজের আজীবন সদস্যপদ প্রদান করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে কলেজে বিদ্যোৎসাহী ও চিকিৎসক সদস্য মনোনয়ন, বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান (সম্মান) কোর্সের জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন নির্ধারণ, নির্মানাধীন ভবনের অসমাপ্ত কাজ সম্পাদন এবং অধ্যক্ষের শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।