গরীব এন্ড এতিম ট্রাষ্ট ইউকে এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন

Selim Chowdhury Kollan Trust2ডেস্ক রিপোর্ট :: গরীব এন্ড এতিম ট্রাষ্ট ইউকে এর উদ্যোগে গত ৩০ শে ডিসেম্বর বিয়ানীবাজারের চারখাই এক শীতবস্ত্র বিতরন অনুষ্টান অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরীব এন্ড এতিম ট্রাষ্ট ইউকে এর প্রতিষ্টাতা লন্ডনের প্রখ্যাত আইন সহায়তাকারী প্রতিষ্ঠান কে.সি সলিসিটরস ফার্মর প্রিন্সিপাল ব্যারিষ্টার আবুল কালাম। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া , জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার আব্দুল খালিক সহ এলাকার বিশিষ্ট জনরা এসময় উপস্থিত ছিলেন।
Gorib and yateem trustএসময় তিনি বলেন আমি গরীবদেও জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে করব॥ স্বাধীনতা যুদ্ধে থেকে আজ অবধি আর্থিক অবদানসহ বর্তমান উন্নয়নে সিলেটের অবদান রয়েছে। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে সিলেটিদের আর্থিক অবদান যারা ভুলে যান তারা বাংলাদেশের স্বাধীনতাকে ভূলে যাবেন। সিলেটিদের কারণে নয় মাসে বাংলাদেশ স্বাধীন হতে সক্ষম হয়েছে। যারা আজ সিলেট নিয়ে কটুক্তি করেন তাঁরা ভূলে যাবেন না তাদের পূর্বপুরষ এবং তাঁরা নিজেরাও সিলেটের বাসায় পড়া লিখা করে প্রতিষ্ঠিত হয়েছেন। ভারতবর্ষ থেকে শুরু করে আজ পর্যন্ত সিলেটিদের অবদান বিশ্বজুড়ে রয়েছে। বৃটিশ পার্লামেন্ট থেকে শুরু করে বিশ্বের প্রতিটি দেশে সিলেটিরা উজ্জ্বল ভূমিকা রাখছে যা দেশের জন্য গৌরবোজ্জ্বল। শিক্ষাক্ষেত্রে সিলেটিদের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে এবং আগামীতেও থাকবে।