কুকুরের গায়ে দেশের পতাকা : অভিনেত্রী জয়ার দুঃখ প্রকাশ
সুরমা টাইমস ডেস্কঃ অভিনেত্রী জয়শ্রী কর জয়ার ফেসবুকে আপলোড করা একটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিতর্ক তৈরি হয়েছে। ফেসবুক জয়া বাংলাদেশের পতাকাকে অপমান করেছেন। অভিযোগকারীরা ফেইসবুকে জয়ার একটি ছবি আপলোড করে, যেখানে দেখা যায় জয়া একটি কুকরকে কোলে নিয়ে বসেছে আছেন। কুকুরটির গায়ে এবং জয়ার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা পেঁচানো।এতে খুবই বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে জানান অভিনেত্রী জয়া। এ প্রসঙ্গে তিনি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আমি দেশকে খুবই ভালোবাসি। যারা এ বিতর্ক ছড়াচ্ছে এটি খুবই পরিকল্পিতভাবে করছে। অভিনেত্রী জয়শ্রী কর জয়ার বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার একটি ছবি নিয়ে পরিকল্পিতভাবে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। অভিযোগ করা হচ্ছে আমি প্রিয় বাংলাদেশের জাতীয় পতাকাকে অপমান করেছি। বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি। যে ছবিটা নিয়ে এ বিতর্কের সূত্রাপাত ছবিটি বাংলাদেশ আফগানিস্তানের খেলার দিন তোলা। আমি সেদিন স্টেডিয়ামে বসে খেলা দেখে রাতে বোনের বাসায় যাই। বাসার ভেতরে ঢুকতেই বোনের মেয়ের পোষা কুকুরটা লাফ দিয়ে আমার কোলে এসে বসে। তখন আমার দুই হাতেই বাংলাদেশের পতাকা ছিলো। আমি বিষয়টি খেয়াল করিনি। ঐ মুহূর্তে আমার বোনের মেয়েটা ছবি তুলে এবং সেটা ফেসবুকে আপলোড করে। আমি এটা দেখার পর সাথে সাথে ডিলেট করে দেই। কিন্তু এরই মধ্যে কেউ একজন ছবিটিকে তাঁর ফেসবুকে ছড়িয়ে দেয়। পরে আমি আমার ফেসবুকে স্ট্যাটাস লিখে এই অনাকাঙ্খিত কাজটির জন্য ক্ষমা চেয়েছি। আমি সবাইকে বলতে চাই এ কাজটি অনাকাঙ্খিতভবাবে ঘটে গেছে। এটা আমার ইচ্ছাকৃতভাবে হয়নি। আর কেউ পরিকল্পিতভাবে ছবিটিকে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমি বলতে চাই, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার স্মামী একজন মুক্তিযোদ্ধা। আমি বাংলাদেশকে প্রাণের চেয়েও বেশী ভালোবাসি। শাহবাগসহ সমস্ত প্রগতিশীল আন্দোলনের সঙ্গে আমার পরিবার সরাসরি যুক্ত ছিলো। এ জন্য স্বাধীনতার বিপক্ষ শক্তি কৌশলে আমাদের বিরুদ্ধে এটা প্রচারের চেষ্ট করছে। আমি এই ছবিটির জন্য সত্যিই অনেক লজ্জিত। জয় বাংলা ———————————– জয়শ্রী কর জয়া মঞ্চ ও টিভি অভিনয় শিল্পী