শাবির দুই শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে সোপার্দ
সুরমা টাইমস ডেস্কঃ মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগে শাবি-প্রবি’র দুই ছাত্রকে আটক করে তারাপুর বাগানের চা শ্রমিক ও এলাকাবাসীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটককৃতরা হলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সৈকত কাওসার (পলাশ) এবং পরিসংখ্যান বিভাগের এস এম আব্দুল মান্নান। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, তারাপুর বাগানের চা শ্রমিক ও এলাকাবাসীরা শুক্রবার রাত আড়াই টায় মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগে দুই শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোপার্দ করে। পুলিশ তাদেরকে আটক করে সিলেট মেট্রোপলিটন ২০০৬ আইনের ৮৯ ধারায় কোর্টে চালান করে দেয়।
শাবি প্রক্টর হিমাদ্রী শেখর রায় জানান,পুলিশকে বলেছি কোন নিরীহ ছাত্র যেন হয়রানির শিরার না হয়। তবে অপরাধী হলে তাদের যেন শাস্তির আওতায় আনা হয়।