ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক ও আলোচনা সভা
গতকাল ১৭ই এপ্রিল ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক আলোচনা সভা সকাল ১১ ঘটিকার সময অনুষ্টান শুরু হয়। অনুষ্টান শুরুতে দুইটি পর্বে শুরু হয়। প্রথম পর্বে ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুনিল দাশের সভাপতিত্বে এবং মাষ্টার রিপন আহমদ ও তাহের উদ্দিনের যৌথ সঞ্চালনায়।
দ্বিতীয় পর্বে আলোচনা সভায় সভাপতিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুনিল দাশ। সভাসঞ্চালনা করেন মাষ্টারতারেক জলিল ও তাহের উদ্দিন। প্রধান অতিথির রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আশরাফুল আলম খান, বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ময়নুল হক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা অভিজিৎ পাল, । এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্বা ভাদেশ্বর ইউপির জনপ্রিয় চেয়ারম্যান এম এ ছালিক, ম্যানেজিং কমিটির সদস্য বুরহান মাষ্টার, মইন উদ্দিন ও সমাজসেবক ইব্রাহিম আলী প্রমুখ। প্রধান অতিথি পুরুষ্কার বিতরন শেষে বলেন বাংলাদেশের সংস্কৃতি আজ অপসংস্কৃতির কবলে। অথচ হাজার বছরের এতিহ্য আমাদের রয়েছে। মুক্তিযুদ্বে বাংলার সাংস্কৃতিক শিল্পিরা তাদের গানে উৎসাহ যুগিয়েছেন। সেই এতিহ্য যে বিভিন্ন সংস্কৃতিক ব্যাক্তি বর্গ ও বিদ্যালয়ের ন্যায় ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ধরে রেখতে পেরেছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। বিজ্ঞপ্তি