এবার ‘নাস্তা’র কথা বলে ওসমানী হাসপাতাল থেকে পালিয়ে গেল আসামি

Fleedসুরমা টাইমস ডেস্কঃ এবার ‘নাস্তা’র কথা বলে সিলেট ওসমানী হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন এক আসামি পালিয়ে গেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশের চোখে ধুলো দিয়ে ওই আসামি পালিয়ে যায়। পলাতক আসামি ইউসুফ আলী (২৭) সিলেটের ওসমানীনগর উপজেলার পরশী গ্রামের নুরুল মিয়ার ছেলে। তবে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোহাম্মদ মোরছালিনের দাবি ‘আসামি নাস্তা করতে গেছে, চলে আসার কথা’। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে শ্রমিকলীগের সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন যুবলীগ নেতা ইউসুফ আলী। তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের তৃতীয় তলাস্থ ৯ নং ওয়ার্ডের ৭ নং বেডে চিকিৎসাধীন ছিলেন। সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় আজ রোববার সকালে ইউসুফ আলীকে গ্রেপ্তার দেখায় ওসমানীনগর থানা পুলিশ। এরপর তিন পুলিশ কনস্টেবলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেন, ‘আসামির পালিয়ে যাওয়ার বিষয়ে আমি কিছু জানি না।’
উল্লেখ্য, গত ১১ অক্টোবর সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সামাদ রাব্বানী (২৬) নামের এক আসামী সে বাথরুমের ভেনটিলেটর ভেঙে পালিয়ে যায়। এ ঘটনায় ৩ কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছিলো ।

যেভাবে সিলেট কারা জেফাজত থেকে পালালো আসামি