সুরমা কান্দে, কান্দে সুরমার পার
মোঃ রোকন উদ্দিন: সিলেট হচ্ছে শাহজালাল, শাহপরাণ (রহ.) ৩৬০ আউলিয়ার পূণ্যবিজড়িত সিলেট। এখানে আরো রয়েছে অনেক গুণীব্যক্তিগণ। সিলেটের ঐতিহ্যবাহী ও দীর্ঘতম নদী হচ্ছে সুরমা। এই নদী দিয়ে এক সময় অনেক লঞ্চ-ষ্টিমার চলত। কিন্তু বর্তমানে এই নদীর অবস্থা দেখে বড় কষ্ট হয়। নদীর দিকে তাকালে মনে হয় একটা মরা খাল। সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রীজ ও আলী আমজদ ঘরির নিচে একটি সুদীর্ঘ ঘাট রয়েছে। কিন্তু এই ঘাটের কাছে দুর্গন্ধে টিকা যায় না। সিলেট শহরের বিভিন্ন ড্রেনে ময়লা পানি পরার কারনে নদীর পানিকে দিন দিন বিষাক্ত করে ফেলছে এবং এই নালাগুলো দিয়ে বিভিন্ন পলিথিন, আবর্জনা, বিভিন্ন কৌটা নদীতে গিয়ে পরে। সিলেটের সুশীল সমাজের প থেকে অনুরোধ করা যাচ্ছে যে, সুরমা যেন তার আগের অবস্থা ফিরিয়ে পায়, তার জন্য যথাযথ ব্যবস্থা ও পদপে নেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি।