ওসমানকে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট দিতে প্রধানমন্ত্রী চট্টগ্রামে
সুরমা টাইমস ডেস্কঃ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওসমানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করতে চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল পোনে ১১ টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বন্দরের এনসিটি জেটিসংলগ্ন নেভাল বার্থে পৌঁছায়।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফল’র আওতায় ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সে অংশ নিতে ২০১০ সালের এপ্রিলে বানৌজা ওসমান ও বানৌজা মধুমতি লেবাননে যায়। একটানা চারবছর সমুদ্র ও আকাশপথে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত করতে লেবানিজ জলসীমায় মেরিটাইম ইনটারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি, দুর্ঘটনাকবলিত জাহাজ উদ্ধার তৎপরতা ও লেবানিজ নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান করে জাহাজ দুটি।
এসময় পর্যায়ক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ১ হাজার ২৮০ সদস্য দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনেন। মিশনে ব্রাজিল, তুরস্ক, ইন্দোনেশিয়া, গ্রিসসহ উন্নত দেশগুলোর যুদ্ধজাহাজ অংশ নিলেও আমাদের জাহাজ দুটি ৪ হাজার ৫৫৯টি জাহাজ অনুসন্ধান ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে রেকর্ড গড়েছে।
দুটি জাহাজ চার বছরে আয় করেছে ৭ কোটি ৪৫ লক্ষ ৫২ হাজার ৯২৬ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৫৮১ কোটি ৫০ লক্ষ টাকা।