আদিবাসীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ব হয়ে কাজ করতে হবে : জেলা প্রশাসক
জমি সংক্রান্ত আইন কানুন সম্পর্কে সকলকে জানতে হবে জায়গা জমি সংক্রান্ত আইন শুনলেই মানুষের ভয় লাগে এই ভয় দুর করতে হবে,এই প্রশিক্ষন থেকে আজ আপনারা যা অর্জন করলেন তা ভবিস্যতে আপনার নিজের কাজে আসবে এমন কি আপনার ধারা আরও ১০ টি পরিবারের উপকারে আসবে, আজ আপনারা যে অভিজ্ঞতা অর্জন করলেন, আশা করি আপনারা কাজে লাগাবেন, গতকাল ২০ আগষ্ঠ সিলেট শহরতলীর এফআইভিডিবি প্রশিক্ষণ কেন্দ্রে ইউরোয়িান ইউনিয়ান ও অক্সফার্ম এর সহায়তায় ষ্ট্রেং দেনিং দ্য ভয়েস অব হিউম্যান রাইটস ডিফেন্ডার টু-প্রটেক্ট রাইটস এন্ড এন্টারটেইনমেন্ট অব একনিক মাইনরটি প্রকল্পের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী ভূমি অধিকার ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা প্রশাসক শহীদুল ইসলাম উপরোক্ত কথাগুলো বলেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষক মির্জা মোহাম্মদ আজিম হায়দার,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন একডোর সমন্নয়কারী ইন্দ্রনী সেন,পরিচালনায় ছিলেন অঞ্জলী দেব। সভাপতির বক্তব্যে ইন্দ্রনী সেন বলেন,আদিবাসীদের অধিকার তাদের নিজেদের আদায় করতে হবে, এ জন্য ভয় পেলে চলবে না। যুব সমাজকে সংগঠিত হয়ে এই প্রশিক্ষণ এবং প্রাপ্ত জ্ঞান কাজে লাগাতে হবে,ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে অবশ্যই কাংখিত লক্ষে পৌছা সম্ভব হবে। বিশেষ অতিথির বক্তব্যে মির্জা মোহাম্মদ আজিম হায়দার বলেন,প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণটি নিজেদের জীবনে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে অংশগ্রহন করার আহবান জানান তিনি। কর্মশালায় বিভিন্ন সম্প্রদায়ের বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এদের মধ্যে রয়েছেন পাত্র,মনিপুরি,ওঁরাও,খাসি,মুন্ডাসহ সিলেটের আদিবাসী জনগোষ্ঠির প্রতিনিধিগণ ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি প্রশাসক শহীদুল ইসলাম জেলা প্রশাসক প্রেস বিজ্ঞপ্তি।