মুক্তিযুদ্ধের দূর্লভ প্রামাণ্যচিত্র (ভিডিও)

Liberation-Fight-1971ডেস্ক রিপোর্টঃ সময়কাল ১৫ই ডিসেম্বর ১৯৭১। যশোর রোড হয়ে খুলনার পথে অগ্রগামী ভারতীয় সেনাবাহিনী, ধৃত রাজাকার এবং তাদের প্রাথমিক জেরা ও তল্লাশির ধারণকৃত ৫ মিনিট ৪৪ সেকেন্ডের অসামান্য এক রঙিন প্রামাণ্যচিত্র। আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রায় শেষ পর্যায়ের রণক্ষেত্রে এটি ধারণ করা হয়। খুলনা’র বিখ্যাত ‘শিরোমণি’র যুদ্ধ সংঘটিত হয় ঠিক এ দলটির সাথেই ।
প্রামাণ্যটির ১ মিনিট ৪২ সেকেন্ড থেকে ২ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত দৃশ্যগুলো বেশ আগ্রহ জাগানিয়া। এই দৃশ্যগুলো ভারতীয় ফটোগ্রাফার কিশোর পারেখের তোলা সেই আলোচিত ছবিটি’র (লুঙ্গি খুলে পরীক্ষা) ব্যাখ্যা পাওয়া যায়। ভারতীয় সেনা সদস্যরা ধৃত রাজাকারদের দেহ তল্লাশি করছিলো তাদের কাছে অস্ত্র, ডকুমেন্ট ও অর্থ আছে কিনা নিশ্চিত হবার জন্য।
আমাদেরসময় ডটকমের পাঠকদের জন্য দূর্লভ এই প্রামাণ্যচিত্রটি।