খাদিমপাড়ায় আফসরের সমাবেশে জনতার ঢল

1ডেস্ক রিপোর্ট :: খাদিমপাড়ায় স্বতন্ত্র প্রার্থী আফসর আহমদ’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল। রোববার সন্ধায় শেষ নির্বাচনী জনসভা পুরো মেজরটিলা বাজার ছড়িয়ে পড়ে। আনারস প্রতিক নিয়ে একের পর এক মিছিল এসে যোগ দেয় আফসরের জনসভায়। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জনতার ঢল দেখে বিস্মিত হন ইউনিয়নবাসী।

রাত ৮টার দিকে একদফা বৃষ্টিও দমাতে পারেনি জনতাকে। বৃষ্টি থেমে গেলে আফসর আহমদ’র সমর্থকরা যেন আরো নতুন উদ্যমেএমতে উঠে। ‘আনারস’ শ্লোগানে মাতিয়ে রাখে পুরো মেজরটিলা। বৃষ্টির বাঁধায় সমাবেশস্থলে পানি জমে গেলে পিকআপ ভ্যানকে বানানো হয় মঞ্চ। সেই মঞ্চ আলোকিত করেন খাদিমপাড়া নামীদামি ব্যাক্তিদের পাশাপাশি শহরের বিশিষ্টরাও। একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এমন গণজোয়ার সৃষ্টি হবে তা হয়তো কেউ ভাবতেও পারেনি।

বক্তারা সবাই ২২ মার্চ শুধু ভোট দেয়া নয় ভোট পাহারারও কথা বলেন। ফলাফল ঘোষণা পর্যন্ত সবাই কে কেন্দ্র ছাড়তে নিষেধ করেন।

আফসরের শেষ নির্বাচনী সমাবেশ সর্বদলীয় সমাবেশে রুপান্তর হয়। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, জাতীয় পার্টি সহ সব সংগঠনের নেতারা।

এডভোকেট আফসর কে কোনদলীয় প্রার্থী নয় তাকে জনতার প্রার্থী বলে অভিহিত করেন বক্তারা। রাত দশটা পর্যন্ত সভা চলে মেজরটিলঅ বাজারে।

সভায় বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানিক, বিএনপি নেতা, সেলিম, উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ময়-মুরব্বিরা।