মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধ ও ঈদের আগে বেতন বোনাস প্রদানের দাবি
রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদের আগে বকেয়া বেতন পরিশোধ, প্রত্যেক শ্রমিককে এক মাসের বেতনের সমপরিমান বোনাস প্রদান, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরি ও নিয়োগপত্র, পরিচয়পত্র, ৮ ঘন্টা কর্মদিবসসহ হোটেল সেক্টরে শ্রম আইন বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন রেজি: নং বি: ২০৩৭Ñএর উদ্যোগে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে ২০ জুন বিকাল ৬ টায় মৌলভীবাজারে হোটেল শ্রমিকরা মিছিল ও সমাবেশ করেছে। হোটেল শ্রমিক ফেডারেশনের অন্তর্ভূক্ত মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫-এর উদ্যোগে শ্রমিকরা শহরের চৌমুহনাস্থ দলীয় কার্যালয়ে সমবেত হয়ে মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্ত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। হোটেল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আজিজ মিয়া, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদাক শাহিন মিয়া, তারেশ বিশ্বাস সুমন, রাজু আহসান ও রিকশা শ্রমিক সংঘের সভাপতি মোঃ সোহেল আহমেদ। সমাবেশে বক্তারা বলেন পবিত্র রমজান মাস মুসলিম সম্প্রদায়ের জন্য ধর্মীয় গাম্ভীর্যের সাথে আনন্দের বার্তা নিয়ে আসলেও হোটেল শ্রমিকদের জন্য অধিকাংশ ক্ষেত্রেই নিয়ে আসে এক অজানা আশঙ্কা। কারণ দীর্ঘ ১১ মাস চাকরীর পর রমজান মাসে হোটেল মালিকরা ব্যবসা মন্দার অজুহাত দিয়ে বে-আইনীভাবে শ্রমিকদের বিনা বেতনে ছাঁটাই করে দেন। যা শুধু দেশের প্রচলিত শ্রম আইনেরই লঙ্ঘন নয়, ধর্মীয় বিধি বিধান মোতাবেক অমানবিকও বটে। এমতবস্থায় শ্রমিকদের আন্দোলন সংগ্রাম ছাড়া বাচাঁর কোন বিকল্প পথ নেই। একই দাবিতে আগামী ২২ জুন জেলা প্রশাসকসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি পেশ ও ২৭ জুন হোটেল শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা কমিটির উদ্যোগে মিছিল সমাবেশ করা হবে।