জেলা জাসদের পদ ছাড়লেন লোকমান
সুরমা টাইমসঃ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান আহমদ সংগঠনের পদ থেকে অব্যাহতি নিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জেলা জাসদের সাধারণ সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লোকমান আহমদ নিজের শারিরিক অসুস্থতা, পারিবারিক কর্মব্যস্ততার কারণে দীর্ঘদিন যাবত সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারার অপরাধবোধ থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করলেও জাসদের রাজনীতির সাথে স্বক্রিয় থাকবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উলে¬খ করেন লোকমান আহমদ।
লোকমান আহমদ ছাত্র রাজনীতি থেকে জাসদ-এর রাজনীতির সাথে সংশ্লিষ্ট। তিনি জাসদ ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা জাসদ’র সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছিলেন।