বৃহত্তর নোয়াখালী সমিতির নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব অস্থান্তর করলো নির্বাচন কমিশন
নাজমুল হোসেন,মিলান ইতালি থেকে: মিলানে বৃহত্তর নোয়াখালী সমিতির নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব অস্থান্তর করলো নির্বাচন কমিশন। শুক্রবার বিকাল ৬ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বৃহত্তর নোয়াখালী সমিতির নির্বাচন প্রস্তুতি কমিটির আবু হানিফ পাঠুয়ারী,মাহবুবুল হক, আব্দুল মতিন ,মাহবুবুল আলম বাবুল ও খোরশেদ আলম নব নির্বাচিত সভাপতি সম্পাদক সহ সকলের নিজ নিজ নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিক ভাবে সনদের মাধ্যমে তাদের নিকট অস্থান্তর করা হয় আনুষ্ঠানিক ভাবে।এ সময় নির্বাচন পরিচালনা পরিষদ তাদের পত্রিক্রিয়ায় বলেন,খুব সুষ্ট সুন্দর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর জন্য সকল ভোটার ও প্রার্থীদের কাছে কৃতজ্ঞ। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই মিলানের কমিউনিটির নেতৃবৃন্দদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।নির্বাচনে সভাপতি হারুন উর রশিদ ,সাধারণ সম্পাদক এনামুল হক শিকদার। সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মিয়া।প্রচার সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক শাকিল রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।সকল প্রার্থী তাদের প্রত্রিক্রিয়ায় জানান ,নির্বাচন সুষ্ট সুন্দর করার জন্য নির্বাচন পরিচালনা পরিষদের সকলের কাছে কৃতজ্ঞ।উনারা অনেক শ্রম ও মেধা দিয়ে আমাদের বৃহত্তর নোয়াখালী প্রবাসীকে একত্রিত করে একটি নির্বাচনী পক্রিয়ার মাধ্যমে কার্যকরী কমিটি উপহার দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল প্রবাসী বৃহত্তর নোয়াখালী বাসীকে যারা অনেক কষ্ট করে অনেক দূর দূর থেকে এসে ভোট দিয়ে আমাদের কে নির্বাচিত করেছেন। আমরা আশা করছি নির্বাচনে আমাদের সহযোগী যারা নির্বাচনে প্রার্থী ছিলেন সবাইকে নিয়ে একটি ভালো এবং শক্তিশালী কমিটি উপহার দিব। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এ সময় নির্বাচনী পরিচালনা পরিষদ,নব নির্বাচিত সদস্য বৃন্দ এবং বিশিষ্ট বৃহত্তর নোয়াখালী সমিতির গোলাম সরওয়ার ও মোর্শেদ আলম উপস্থিত ছিলেন।