বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ইতালি আওয়ামিলীগ বেরগামো শাখা

berga bergamoনাজমুল হোসেন,মিলান ইতালি থেকেঃ ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচন সভা করেছে ইতালি আওয়ামিলীগ বেরগামো শাখা। ১০ জানুয়ারী শনিবার সন্ধা ৬ টায় স্থানীয় আওয়ামীলীগের কার্যালয়ে বেরগামো আওয়ামীলীগের সভাপতি করিম মৃধার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত করেন ফারুক ডালি। আলোচনা সভায় বক্তব্য রাখেন বেরগামো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শাহাজুল হক স্বপন,সহ সভাপতি নুর ডালি, মুক্তিযুদ্ধা শাকের আলী,বাদল খান,ডালি বাশার,আলী বেপারী,শুক্কুর আলী,ইউনুস মাস্টার,যুগ্ম সম্পাদক আনোয়ার সর্দার,সিরাজুল ইসলাম তপু,জাবেদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মোক্তাদির হোসেন,আমির হোসেন জন্টু,মজিবুর রহমান আলম,সদস্য পল্টন শেখ,শিল্প ও বানিজ্য সম্পাদক রাজীব হোসেন,আইন সম্পাদক জাহির মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন,বাঙালীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলে এদেশের মানুষ খুঁজে পায় বঙ্গবন্ধুকে। মৃত্যুর কঠিন চ্যালেঞ্জকে জয় করে বঙ্গবন্ধু দেশে প্রত্যাবর্তনে স্বাধীনতাযুদ্ধের বিজয় পূর্ণতা পায়। দেশ পুর্নগঠনে আবারো উজ্জীবিত হয় এদেশের আপামর মানুষ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে সোনার দেশে পরিণত করতে যে স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবায়নের পথে। উন্নয়ন আর সমৃদ্ধির ধারায় বাংলাদেশ বিশ্বের কাছে এখন একটি রোল মডেল দেশ। কোন অপশক্তিই বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে পারবে না। এদেশের স্বাধীনতার পক্ষের শক্তিকে নিয়েই সব নির্যাতন-নিপীড়নকারীদের বিতাড়িত করা হবে। বক্তারা তারেক রহমানের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং তারেক রহমানের বেসামাল বক্তব্যের জন্য দ্রুত বিচারের দাবির আহবান করেন। সভায় বেরগামো আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।