বাংলাদেশ রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের নির্বাচনে রুমু সভাপতি, রানা সাধারণ সম্পাদক
সিবিএনএ কানাডা থেকে।। কানাডার মন্ট্রিয়লে দীর্ঘদিন ধরে বসবাসরত এবং সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে সংযুক্ত প্রকৃত লেখক ও সাংবাদিকদেরকে নিয়ে গড়া বাংলাদেশ রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরারেম নির্বাচনে দেশের একসময়ের খ্যাতিনামা সাংবাদিক রুমু ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন। অপরদিকে মন্ট্রিয়লে জনপ্রিয় আবৃত্তিকার, উপস্থাপিকা, সাপ্তাহিক দেশের আলোর মন্ট্রিয়ল ব্যুরো প্রধান শামসাদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৭ এপ্রিল বুধবার সন্ধ্যায় মন্ট্রিয়লের বাংলাদেশ অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত পার্ক এক্সে বাংলাদেশী মালিকাধীন ‘লাঁ ফিউশন ইন্ডিয়ান’ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ফোরামের নির্বাচনী সভায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন সহঃ সভাপতি সদেরা সুজন, কোষাধ্যক্ষঃ শাহানা রহমান, সাংগঠনিক সম্পাদকঃ খালিদ হোসেন শাহীন, নির্বাহী সদস্য দীপক ধর অপু, মামুনর রশীদ, তানভীর ইউসুফ রনী, দিলীপ চৌধুরী, ইকবাল কবীর ও কাজী আলম বাবু।
জমকালো আয়োজনে আগামী জুলাই মাসের কোন এক সময়ে মন্ট্রিয়ল ভিত্তিক বাংলাদেশ রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে নির্বাচন উত্তর ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সৎ সাংবাদিকতা দিয়ে বাংলাদেশ কমিউনিটি বিনির্মাণে কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করে নবনির্বাচিত কমিটি। বাংলাদেশ রাইটার্স এন্ড জার্নালিস্টস ফোরামের নির্বাচনে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে কানাডার বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছে।