আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খেলাফত মজলিস লন্ডন মহানগরীর আলোচনা

edited_1456175481186আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর আলোচনা ও দোয়া মাহফিল গত ২১ ফেব্রুয়ারী যুক্তরাজ্যস্থ কার্যালয় খিদমাহ একাডেমীতে শাখার সভাপতি মাওলানা মিছবাহুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আজিজুর রহমানের পরিচালন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি মাওলানা ফরিদ আহমদ খান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক মাওলানা শায়েখ ফয়েজ আহমদ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ-সাধারন সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী,লন্ডন মহানগরীর সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেছেন,আমাদের বাংলা ভাষা সহ শিক্ষা,সংস্কৃতি আজ বহুমুখী আগ্রাসনের শিকার।সংস্কৃতির নামে অপসংস্কৃতির আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।নিজেদের অস্তিত্বের সার্থে ঐক্যবদ্ধ হয়ে সকল আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।পরিশেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।