বিশ্বনাথ এসোসিয়েশন(লুটন) ইউকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
গত ১১ই এপ্রিল ২০১৬ সোমবার লুটনের ক্রেসেন্ট হলে বিশ্বনাথ উপজেলার উন্নয়ন, দারিদ্র বিমোচন ও শিক্ষার উন্নয়নের লক্ষে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত বিশ্বনাথ এসোসিয়েশন (লুটন) ইউ,কের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে, এতে প্রবাসী বিশ্বনাথ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের নব-নির্বাচিত সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মমিনুর মুরাদ । পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয় এবং তেলাওয়াত করেন মুমিনুর রহমান।
সভায় সাগত বক্তব্ব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি খলিলুর রহমান, তিনি বলেন বিশ্বনাথের উন্নয়নে আমরা সবাই এক সাথে দল মত নির্বিশেষে কাজ করে যাচ্ছি ১৯৯৬ সাল থেকে, সামনের দিন গুলুতে বিশ্বনাথের উন্নয়নে কাজ করতে তিনি সবার সহযুগিতা কামনা করেন, পরে সবার সম্মুখে বিশ্বনাথ এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি উপস্থাপন করেন।
পূর্ণাঙ্গ কমিটিতে যারা রয়েছেন তারা হলেন:
সভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি মৌলানা রুহুল আমিন, সহ সভাপতি মোস্তাব আলী, সাধারন সম্পাদক মমিনুর মুরাদ, সহ-সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, ট্রেজারার সাদিকুর রহমান, সহ ট্রেজারার আব্দুল মসব্বির, সংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, প্রচার সম্পাদক খলিলুর রহমান আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আজাদ আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ধর্ম বিষয়ক সম্পাদক আহাদ মিয়া।
কার্যকরি কমিটির সদস্য ফরিদ আহমেদ, আব্দুল্লাহ মিয়া, আবুল কালাম, এস আই খান, মজনু মিয়া, ফয়জুর রহমান, আজাদ খান, আব্দুল হান্নান, তজোমুল খান, মুমিনুর রহমান, মতলিব আলী, হাজী ইস্কান্দার আলী।
নতুন কমিটি ঘোষণার পর সবাইকে মিষ্টি মুখ করানো হয়।
সভায় আরো বক্তব্য রাখেন এস আই খান, ফরিদ আহমেদ, আব্দুল্লাহ মিয়া, আবুল কালাম, মজনু মিয়া, আজাদ আলী, সাদিকুর রহমান, বাবুল মিয়া, মস্তাব আলী, আব্দুল মসব্বির, মৌলানা রুহুল আমিন, মুমিনুর রহমান প্রমুখ।