কাতারে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল করেছে আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু পরিষদ

Iftar Mahfi Bongobondhu  Porisod Qatar2আনোয়ার হোসেন মামুন,কাতারঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি কাতার শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৮ আগষ্ট) রাতে রাজধানীর দোহা-জেদিদ ঢাকা হোটেলে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি ইসমাইল মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ.বাতেন এর পরিচালনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্টি ম্যানেজার মোঃ মোস্তফা । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরাবিয়ান এক্সচেঞ্জ কাতার এর ম্যানেজার নুরুল কবির চৌধুরী ।
সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি এনায়েত হোসেন চৌধুরী,আপ্যায়ন সম্পাদক বদরুল ইসলাম, যুবলীগ কাতার শাখার সভাপতি অলিদ আহমেদ সেলিম, বঙ্গবন্ধু সৈনিক কাতার শাখার সভাপতি বাবু মনরঞ্জন শাহা, স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল, জাসদ কাতার শাখার সাধারণ সম্পাদক তফিক এলাহি চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, সমকালীন বিশ্বে বঙ্গবন্ধুই অদ্বিতীয় দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানা জানান । পঁচাত্তরের ১৫ আগস্ট কাল রাতে বঙ্গবন্ধুকে সহযোগিতা না করায় কে এম সফিউল্লার বিচারের দাবি জানান বক্তারা সর্বশেষে ১৫ই আগষ্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত হয়।

awami league qatar1যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি কাতার শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রাজধানীর দোহা-জেদিদ ঢাকা হোটেলে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম প্রধান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ জাহেদ এর পরিচালনায়।
সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি মাহবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামসেদ, আওয়ামী লীগ কাতার মিসাইদ শাখার সভাপতি আব্দুল্লা ফয়সাল, স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার সিনিয়র সহ সভাপতি লেয়াকত আলী, স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল, স্বেচ্ছাসেবক লীগ কাতার শাখার প্রচার সম্পাদক কামাল সিকদার, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি কাতার শাখার সাধারণ সম্পাদক এম.এ.বাতেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, জাসদ কাতার শাখার সাধারণ সম্পাদক তফিক এলাহি চৌধুরী, সন্দ্বীপ ইয়ং সোসাইটি কাতারের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন লাভলু প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় শোক দিবসের শোককে শক্তিতে পরিণত করতে হবে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে । বক্তারা আরও বলেন, স্বাধীনতাকে ধ্বংস করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের এবং মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আধুনিক উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে দেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
সর্বশেষে ১৫ই আগষ্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত হয়।