বিশ্বনাথে গাছের কান্না দেখে অবাক লোকজন : উৎসুক জনতার ভীড়

photo4তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ: বিরামহীনভাবে একটি গাছ থেকে পানি পড়ছে। ওই গাছের স্থানীয় নাম টেকাটুকি। গতকাল মঙ্গলবার সকাল থেকে ওই গাছের পানিপড়া কোনভাবে বন্ধ হচ্ছেনা। এমন খবর এলাকায় চাউর হলে গাছ দেখতে ভীড় করেন উৎসুক জনতা। গাছের পানি পড়া নিয়ে লোকজনের মুখে শুনা গেছে নানান কথা। কেউ বলেছেন, অলৌকিক আবার কেউ বলেছেন, প্রাকৃতিক কারণ। বিশ্বনাথ উপজেলার তাতিকোনা গ্রামের বায়তুল জান্নাত জামে মসজিদের পাশের কবরস্থানে বৃক্ষপ্রেমিক আব্দুল গফফার উমরা মিয়ার লাগানো ওই গাছ থেকে পানি পড়ছে বলে স্থানীয় লোকজনেরা জানান।
স্থানীয় বাসিন্দা তানিমুল ইসলাম বলেন, গাছ থেকে পানি পড়ার খবরে উৎসুক জনতা ভীড় করছেন তাতিকোনা গ্রামে। তিনি বলেন, গাছ থেকে এমনভাবে পানি পড়া কোনদিন দেখেননি।
আনোয়ার হোসেন বলেন, নিজ চোঁখে গাছের পানি পড়া দেখে অবাক হয়েছেন। গাছ দেখতে যারা এসেছেন তারাও বলেছেন এমন ঘটনা কোনদিন দেখেননি।
এ ব্যাপারে আব্দুল গফফার উমরা মিয়া জানান, সকাল থেকে পানি পড়ছে। তিনি বলেন, বিষয়টি আলৌকিক হতে পারে এমন ধারনা তাঁর। গাছের স্থানীয় না টেকাটুকি। এর বৈজ্ঞানিক নাম তাঁর জানানেই বলে জানান।