মিলানে বিএনপির আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আল আমিন ও মামুন আহমেদ,মিলান থেকে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান বিএনপির আয়োজনে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি,মানবাধিকার লঙ্ঘন,নিরপেক্ষ নির্দলীয় সুষ্ঠ নির্বাচন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউরোপের উদ্যোগে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার অনুষ্ঠিত মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনির এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান মাহিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালী বিএনপি’র সভাপতি শাহ মোঃ তাইফুর রহমান ছোটন,
যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক,তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্ঠা সায়েম আহমেদ,ইতালি বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন,নিউহাম ইউকের কাউন্সিলর আয়েশা চৌধুরী,ইতালিয়ান এবং ইউরোপিয়ান মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বর্তমান আওয়ামিলীগ সরকারের কর্মকান্ডের এবং মানবাধিকার লঙ্গনের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে হাসিনা সরকারের রাষ্ট্রদ্রোহ মামলা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রয়োজনে ইউরোপের সকল মানবাধিকার সংস্থা কে দেশ রক্ষার জন্য আন্দোলন গড়ে তুল হবে।অবৈধ্য আওয়ামী সরকার সেই বাকশালী কায়দায় স্বাধীন দেশকে পরাধীনতার শিকলে বেঁধে ফেলার চেষ্টা করছে।
উক্ত অনুষ্ঠানে ইতালি বিএনপির, মিলান বিএনপি ,যুবদল ,সেচ্ছাসেবক দল এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এবং মিলান বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ,মিলান যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন তপু ,সাধারণ সম্পাদক রাজু খান,সেচ্ছাসেবক দলের সভাপতি সিদ্দিকুর রহমান সহ প্রমুখ।