ইতালির মিলানে পবিত্র ঈদ উল আযহার জামায়াতের প্রস্থুতি সম্পন্ন

Eidসুরমা টাইমস রিপোর্টঃ নাজমুল হোসেন মিলান ইতালি থেকে: ইতালির মিলানে বাংলাদেশী মসজিদে মসজিদে পবিত্র ঈদ উল আযহার ঈদের জামায়াতের প্রস্থুটি ইতিমধ্যে সম্পন্ন করেছেন মসজিদ কমিটি। প্রবাসীদের জ্ঞাতার্থে ইতিমধ্যে নামাজের সময়সূচি দিয়ে পোস্টার লিফলেট দিয়ে প্রচারণা করা হয়েছে।মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন প্রবাসী মুসলিমরা। মিলানে প্রথম ঈদের নামাজ শুরু হবে সকাল ৮.৩০ মিনিটে। পুর্ব ঘোষনা অনুযায়ি আগামি ৪ই অক্টোবর শনিবার ইতালিতে পবিত্র ঈদ উল আযহা উদযাপিত হবে।এবারেও বাংলাদেশ মুসলিম কমিউনিটি পরিচালিত পাচটি মসজিদে পবিত্র ঈদুল আযহা ‘র জামায়াত হবে বলে জানা গেছে।স্থান,সময় নিম্নে দেওয়া হলো-

মিলান কেন্দ্রীয় জামে মসজিদ
প্রথম জামায়াত শুরু হবে সকাল ৮.৩০ মিনিটে
দ্বিতীয় জামায়াত শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে
তৃতীয় জামায়াত শুরু হবে সকাল১০.০০ মিনিটে।

সেন্ট্রাল জামে মসজিদ
১ম জামায়াত সকাল ৮.৩০ মিনিটে
২য় জামায়াত সকাল ৯.৩০ মিনিটে
৩য় জামায়াত সকাল ১০.০০ মিনিটে

আল নুর জামে মসজিদ সন্দ্রিও
১ম জামায়াত সকাল ৮.৩০ মিনিটে
২য় জামায়াত সকাল ৯.৩০ মিনিটে
৩য় জামায়াত সকাল ১০.১৫ মিনিটে

ভিয়া পাদোভা জমে মসজিদ
১ম জামায়াত সকাল ৮.৩০ মিনিটে
২য় জামায়াত সকাল ৯.৩০ মিনিটে
৩য় জামায়াত সকাল ১০.০০ মিনিটে
মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে।

শাহ জালাল জামে মসজিদ
১ম জামায়াত সকাল ৮.৩০ মিনিটে
২য় জামায়াত সকাল ৯.৩০ মিনিটে
জানা যায় প্রচারণা শেষে মিলানে নতুন এই শাহ জালাল জমে মসজিদে আইনি জটিলতার ayকারণে মসজিদে নামাজ আদায় করার অনুমতি না থাকার ফলে বিকল্প জায়গায় নামাজ আদায়ের ব্যবস্থা করছেন মসজিদ কমিটি।জায়গা না পেলে ঈদের নামাজ আদায় করানো সম্ভব হবে না মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়।